শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০

মেঘনা নদীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা নুরুল ইসলাম শেখ (৪৫) নামে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের পুত্র। জানা যায়, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সিগঞ্জ থেকে একটি তরমুজ বোঝাই ট্রলারে করে অন্যান্য শ্রমিকদের সাথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। ওই তরমুজ বোঝাইকৃত ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় আসলে ডাকাতিয়া নদীতে প্রবেশের সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তার গায়ে পড়ে। সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বজ্রপাতে সে ট্রলারে লুটিয়ে পড়লে, তার এমন অবস্থা দেখে সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।

এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালের করিডোরে পড়ে থাকতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়