প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার লিংক রোড টিএনটি সংলগ্ন আনুয়া ভাস্কর্যের পাশের সড়ক একটু বৃষ্টি হলেই যেন ছোট ডোবায় পরিণত হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সড়কটিতে যাতায়াত করা হাজার হাজার মানুষকে পোহাতে হয় ভোগান্তি। বিশেষ করে ওই সড়কে দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করা লোকদের পোহাতে হয় সবচেয়ে বেশি ভোগান্তি। সড়কের পাশ দিয়ে হাঁটার সময় যখন তখন গাড়ি চলাচলে সড়কের গর্তে জমে থাকা পানি দিয়ে নোংরা হচ্ছে শরীর। পাশেই একটি কিন্ডারগার্টেন ও মাদ্রাসা আছে। সড়কের এমন বেহাল দশায় একটু বৃষ্টি হলেই প্রায় সময় মাদ্রাসাটির ছোট শিশুদের পোহাতে হয় অনেক দুর্ভোগ। ছবি ও প্রতিবেদন : শামীম হাসান।