শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০

কাল ভূমিহীন মুক্ত হচ্ছে ফরিদগঞ্জ
প্রবীর চক্রবর্তী ॥

আগামীকাল বুধবার (২২ মার্চ) ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভূমিহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। গতকাল সোমবার ২০ মার্চ সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা। তিনি জানান, মুজিব বর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে ১ম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং চতুর্থ পর্যায়ে ৩১টিসহ মোট ৫৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে। ২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন। একই সাথে তিনি এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। ওইদিন তিনি আশ্রয়ন প্রকল্পের আওতায় ৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর প্রদান উৎসবের উদ্বোধন করবেন।

উপজেলা প্রকল্প কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, চতুর্থ পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের ঘরের জন্য খাস জমি না পাওয়ায়, আমরা পৌর এলাকার নোয়াগাঁও গ্রামে ও রূপসা উত্তর ইউনিয়নের সর্দারকান্দি এলাকায় জমি ক্রয় করে যথাক্রমে ১৭ ও ১৪টি ঘর তৈরি করেছি। চতুর্থ পর্যায়ে প্রতিটি ঘর তৈরি করতে ২ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, সহ-সভাপতি আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান প্রমুখ। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়