প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুরের কৃতী সন্তান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া বলেছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পল্লীবন্ধু এরশাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছে। আর স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশের উন্নয়নের প্রথম সূচনা করেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ। তিনি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানান।
এমরান হোসেন মিয়া ২০ মার্চ সোমবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল’ চেম্বারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ।
আলোচনার শুরুতে, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত এবং মোনাজাত পরিচালনা করেন মাওঃ মুসাদ্দেক আল আকিব।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা জাতীয় পাটির আয়োজনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মোঃ হান্নান ঢালী।