প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০
এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু, মেট্টো রেল, কর্ণফুলী ট্যানেল সস্পন্ন হয়েছে। ফলে পিছেয়ে পড়া জনপদের সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে পাশে থাকার আহ্বান জানান।
তিনি গতকাল শনিবার উপজেলার ৭৯নং হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নেহারুন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হুমায়ন কবীর, বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। একই দিনে মোঃ গোলাম হোসেন, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমেদ রিপনের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।