শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে বিজ্ঞানমনস্ক কলেজে পরিণত করা হবে
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে বিজ্ঞানমনস্ক কলেজে পরিণত করা হবে। এজন্যে যা যা করার প্রয়োজন তার সব আমি করবো। দেশের মধ্যে এই ডিগ্রি কলেজই হবে একমাত্র বিজ্ঞানমনস্ক কলেজ। এ বিষয়ে আমি কথা বলবো। এই কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমুখি হতে হবে। ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহম্মদের সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা মানুষকে নিয়ে কাজ করে আমি তাদেরকে ভালোবাসি। তোমরা মানুষকে ভালোবাসবে। সকল জীবকে ভালোবাসবে। আমি মানুষসহ সকল জীবকে ভালোবাসি। প্রতিটি মানুষের চোখের ভেতরে ভিন্ন ভাষা আছে, তোমাদেরকে সেই চোখের ভেতরের ভাষা বুঝতে হবে, তবেই তোমরা মানুষকে ভালোবাসতে পারবে।

তিনি বলেন, যে সকল ছাত্র-ছাত্রী দূর থেকে আসে তাদেরকে বাইসাইকেল দেয়া হবে। বাইসাইকেল দেয়ার মূল কারণ হলো দূরের শিক্ষার্থীরা বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যায়, তারা অনেক ক্ষুধায় ভোগে। ক্ষুধা নিয়ে পড়ালেখা হয় না।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ উল্লা মিয়ার সভাপ্রধানে ও কলেজের উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য শামছুজ্জামান মুন্সী, সহকারী অধ্যাপক মোঃ সেলিম প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রঞ্জিতা পাল।

কলেজের সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ তাহের, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, ইউপি চেয়ারম্যান আঃ হাদী, ইউসুফ প্রধানীয়া সুমন, থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, পৌর আওয়ামী লীগ নেতা মুন্সী মোঃ মনির, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

এ সময় হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, দাতা সদস্য, কলেজ পরিচালনা পর্ষদের অন্যসকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এদিন বিকেলে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামে কয়েক হাজার এলাকাবাসীর উপস্থিতিতে উঠোন বৈঠকে অংশ নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিভিন্ন নারী-পুরুষের নানা সমস্যার কথা শুনেন ও সহায়তার আশ্বাস দেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাসেম হাসু।

একইদিন সন্ধ্যার দিকে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন ও প্রয়োজনীয় সহযোগিতা করে আরো সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়