প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০
১৭ মামলার আসামী মাসুদ আলমের (৩৮) লাশ উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ। শনিবার সকালে মোল্লা বাড়ির দরজা এলাকার খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ আলম তার এলাকায় পোড়া মাসুদ নামে পরিচিত ছিলো। সে যুবলীগের নাম বিক্রি করে নানা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের নূরুল আমিনের ছেলে।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন চাঁদপুর কণ্ঠকে বলেন, আমরা প্রথমে অজ্ঞাত লাশ পেলেও পরে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার নামে মাদকসহ নানা অপরাধের মোট ১৭টি মামলার তথ্য পাওয়া গেছে। কিন্তু কিভাবে মারা গেছে নাকি মেরে ফেলেছে তা এখনি বলা সম্ভব নয়।