শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধু তাঁর জীবন দিয়ে দেশের জন্য আত্মত্যাগ করে গেছেন
আদালত প্রতিবেদক ॥

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তার জীবন দিয়ে দেশের জন্য আত্মত্যাগ করে গেছেন। ৭ কোটি বাঙালির মুক্তিযুদ্ধে অবদান আছে। তবে বঙ্গবন্ধুর যে অবদান তার কোনো তুলনা হয়না।

তিনি তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধু কখনো ক্ষমতায় বিশ্বাস করতেন না ও লোভ করতেন না। তিনি বিচার বিভাগকে মনেপ্রাণে ভালোবাসতেন বলেই সংবিধানে বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতার জন্য যুদ্ধ করে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন তার মেয়ে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ অনেকটা সফল হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সাহেদুল করিম, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী প্রমুখ।

এ সময় চাঁদপুর বিচার বিভাগের বিচারক, এপিপি সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়