প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০
শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ও মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সকালে সূচিপাড়া উত্তর ও বিকেলে মেহের উত্তর ইউনিয়নে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মা-বোনদের সাথে যাতে সরাসরি কথা বলতে পারি সেই জন্যই উঠোন বৈঠক। মহিলাদের কথা শোনার জন্যেই এই কাজটি আমিই চালু করেছি। মানুষের ধন সম্পদ আল্লাহ সমান দেয় না। দেশের সম্পদের উপর নির্ভর করে উন্নয়ন করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়ন করে যাচ্ছি। দু উপজেলায় ৭/৮ কিলোমিটার রাস্তা পাকা ছিল। আমরা সাড়ে সাতশ’ কিলোমিটার রাস্তা পাকা করেছি। অতীতে অন্যরা যা করেনি আমরা তা করেছি। ইনশাআল্লাহ্ দু’ এক বছরের মধ্যে সকল রাস্তা পাকা করা হবে। গত তিন চার বছর একটিও আবেদন আসেনি বিদ্যুতের জন্য। ডাকাতিয়া নদী শুকিয়ে যাচ্ছিল কেউ খনন করেনি। এখন নদীতে সবসময় পানি থাকবে কৃষক উপকৃত হবে। আমরা মানুষের কল্যাণে কাজ করছি। শাহরাস্তির গুরুত্বপূর্ণ খালগুলো একদেড় বছরের মধ্যে খনন করা হবে। সূচিপাড়া চার লেনের ব্রিজের প্রস্তাব দিয়েছি ইনশাআল্লাহ্ এক বছরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। শত শত বিদ্যালয় ভবন করেছি। আপনাদের সন্তান যাতে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ক্ষমতার সৎ ব্যবহারে আনন্দ আছে। আমি আপনাদের সমস্যা সমাধান করতে পেরে আনন্দ পাই। আমি একা নই, আপনারাও আছেন। ক্ষমতা আল্লহর কাজে ব্যয় করে আনন্দ পাই। আপনাদের উন্নয়নের জন্য ভালো মানুষ চাইতে হরে। খারাপ মানুষ আসলে রাস্তায় বের হতে সাহস পাবেন না। আমরা যখন থাকবো না ভবিষ্যতে আপনারা কোনো খারাপ মানুষকে ভোট দিবেন না তাহলে শান্তিতে থাকতে পারবেন। কোনো নেতা জনগণের রক্ত চুষে খেলে ব্যবস্থা নিবো। কে কোন্ দল করে করুক, নিজের এলাকা ভালো রাখতে চেষ্টা করুন।
বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, অ্যাডঃ ইলিয়াস মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি প্রমুখ। সুচিপাড়া উত্তর ইউনিয়নে উঠোন বৈঠকের সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন মেহের উত্তর ইউনিয়নে উঠোন বৈঠকের সভাপতিত্ব করেন সভাপতি আঃ রশিদ।