প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, সাবেক উপ-দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও কচুয়া পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন অন্তর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, বর্তমান যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেন অতিথিবৃন্দ।