প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের বাবা সাবেক ব্যাংকার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় পৌর ১৩নং ওয়ার্ডে রহমানিয়া জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা কোরআন খতমে অংশ নেন এবং আলেমণ্ডওলামা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সুশীল সমাজ কবর জিয়ারতে অংশ নিতে দেখা গেছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সকল শ্রেণীর মানুষের মধ্যে খাবার পরিবেশন করা হয়। এতে দোয়া ও মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। মিলাদণ্ডকিয়াম পরিচালনা করেন কাজী বাড়ি বাইতুল আমীন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান নিজামী। মোনাজাতের পূর্বে মরহুম লুৎফুর রহমানের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীরজাদা আল্লামা মাহফুজউল্লাহ ইউসুফী, সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোঃ কেফায়েত উল্লাহ, মরহুমের ছেলে সেলিম। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, আইনজীবী, বিভিন্ন মসজিদের ইমামণ্ডখতিব ও মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলহাজ্ব লুৎফুর রহমান গত ৫মার্চ ভোরে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন আলহাজ্ব লুৎফুর রহমান।