প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করছেন প্রভাবশালী দু’ব্যক্তি। চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি খালের জায়গা দখল করে ভূমিদস্যু কবির বেপারী ও শাহাদাত বেপারী জোরপূর্বক দোকান নির্মাণ করছেন। রাস্তার আশে পাশে অনেক ঘর-বাড়ির পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। এই খালের জায়গার উপর দোকান নির্মাণ করা হলে পানি চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এর আগেও একটি দোকান এই অসাধু কবির বেপারী নির্মাণ করেছেন। প্রশাসনের কাছে এলাকাবাসির দাবি অবিলম্বে এই দোকান নির্মাণ কাজ বন্ধ করার জন্য। এ ব্যাপারে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, সরকারি জায়গায় দোকান নির্মাণের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে পাকা ইমারত ভেঙ্গে দিয়েছি। পুনরায় যেহেতু সে আইন অমান্য করে কাজ করছে তা কর্তৃপক্ষকে অবহিত করবো।