প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিকেলে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ১৯২০ সালের এইদিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আবার এদেশেকে পাকিস্তানী ভাবধারা পরিচালিত করেছে জিয়াউর রহমানসহ দেশবিরোধীরা। পঁচাত্তরের খুনি আর একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠেছে। নির্বাচন সামনে তাই বিএনপি-জামাত জোট আবার সেই পুরোনো খেলায় নেমেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও দেশবিরোধীদের প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলে নতুন আগুন্তকদের থেকে দূরে থাকতে হবে। আকামণ্ডকুকাম ও অবৈধ বালু তোলে দলের আদর্শ লোক হবেন তা কোনোভাবেই হতে পারে না।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রতন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শেখ শরীফ প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ নেতা রেদোয়ান খান বোরহানসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।