শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০

১শ’ ৩টি ধর্মীয় উপাসনালয়ে সুজিত রায় নন্দীর উদ্যোগে দোয়া ও প্রার্থনা
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের সুজিত রায় নন্দীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর ও হাইমচরের মসজিদণ্ডমন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ১শ’ ৩টি ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মার্চ শুক্রবার দিনব্যাপী এ আয়োজন করা হয়।

এরমধ্যে মসজিদগুলোতে জুমা এবং আসরের নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মন্দির-গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দিনের বিভিন্ন সময়ে প্রার্থনার আয়োজন করে।

উল্লেখযোগ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে : চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদ, গোর এ গোরিবা জামে মসজিদ, পাটওয়ারী বাড়ি জামে মসজিদ, পুরাণবাজার জামে মসজিদ, কবরস্থান জামে মসজিদ, ওসমানিয়া মাদ্রাসা মসজিদ, পুরাণবাজার রেলী জামে মসজিদ, আদালত পাড়া জামে মসজিদ, বড়স্টেশন জামে মসজিদ, বাবুরহাট জামে মসজিদ, মুন্সীরহাট বাইতুল আমিন জামে মসজিদ, বিষ্ণুপুর তালতলা জামে মসজিদ, কাটাখালি জামে মসজিদ, হাইমচর বাইতুন নূর জামে মসজিদ, নীলকমল জামে মসজিদ, উত্তর আলগী জামে মসজিদ, হাইমচর ফোরকানিয়া জামে মসজিদ, চরফতেহজংপুর জামে মসজিদ, আলুর বাজার জামে মসজিদ, ফেরী ঘাট ফালাহ জামে মসজিদ, টেকের হাট জামে মসজিদ ও শ্রীশ্রী কালিমন্দির, শ্রীশ্রী গোপাল জিউর আখড়া, কুন্ডের বাড়ি দুর্গা মন্দির, হাইমচর জগন্নাথ মন্দির, সাপদী মিলন মন্দির, বালিয়া মন্দির পুরাণবাজার হরিসভা মন্দির এবং ফরাক্কবাদ ডিগ্রি, চাঁদপুর সিটি কলেজ, চরফতেহজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা, ফরাক্কাবাদ জামে মসজিদ, উত্তর চরবাকিলা জামে মসজিদ, রামপুর মফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ মোট ১শ’ তিনটি প্রতিষ্ঠানে তবররুক বিতরণ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়