প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষের অভাব দূর হয়, কষ্ট লাগব হয়, দেশ এগিয়ে যায়। কাজেই আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব এবং নৌকার কোনো বিকল্প নেই।
গতকাল ১৭ মার্চ শুক্রবার দুপুরে রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাঁশগাড়ী বন্দুকশী বাজারে পথসভা এবং ইউনিয়ন পরিষদ মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আজকে এমন একটি দিনে আমি আপনাদের কাছে এসেছি। যেই দিনে টুঙ্গিপাড়ায় এক খোকার জন্ম হয়েছিল। যিনি এই বাংলার মানুষের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। যার নেতৃত্বে আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই মার্চ মাসেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই মার্চ মাসেই তিনি বাঙালি জাতিকে তার ভাষণের মাধ্যেমে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন মুক্তির পথ দেখিয়েছেন।
মন্ত্রী বলেন, সেই বঙ্গবন্ধুকে ঘাতকরা সপরিবারে হত্যা করেছে। ফলে ২১ বছর আমরা আবার পাকিস্তানি ভাবধারায় ছিলাম। আজকে আবার তার মেয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছে। যার ফলে আজকে এই চরের মধ্যেও বিদ্যুৎ। এটি কি কখনো চিন্তা করেছেন। বাংলাদেশে কি আজকে কোনো মানুষ না খেয়ে থাকে? আজকে দেশে প্রতিটি মানুষ খেয়ে পরে ভালো আছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পায়। তারা উপবৃত্তির টাকা পায়। সবার হাতে হাতে মোবাইল। এই সব শেখ হাসিনা কারণে সম্ভব হয়েছে।
ডাঃ দীপু মনি এমপি আরো বলেন, আর বিএনপি ক্ষমতায় থাকাকালীন হাওয়া ভবন হয়েছে। দেশ দুর্নীতিতে শীর্ষ হয়েছে। শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরও শত প্রতিকূলতা পেরিয়ে শেখ হাসিনা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে বিশ্বের যেকোন জায়গায় গেলে শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়। তার কাছে থেকে অন্য দেশের শাসকরা পরামর্শ চায়। এমন একজন প্রধানমন্ত্রী আছে এটিইতো আমাদের জন্য গর্বের।
তিনি বলেন, আজকে দেশে কেউ না খেয়ে থাকেনা। কেউ ভাবতেও পারেনি এই চরাঞ্চলে বিদ্যুৎ আসবে। শেখ হাসিনা আপনাদের জন্য সেই বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনেও আরো উন্নত জীবন-যাপনে সবাইকে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বাঁশগাড়ি বন্ধুকশী বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
এছাড়া তিনি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্কুল সভাপতি মোঃ আজিজ ফারুক বাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ সফি উল্লাহ সরকার।
এদিন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির আগমন উপলক্ষে রাজরাজেশ্বর ইউনিয়নে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক সভাস্থলে উপস্থিত হয়।