শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০

বাঙালির স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন বলেই তিনি জাতির পিতা
বিমল চৌধুরী ॥

উৎসবমুখর পরিবেশে ফুলেল শ্রদ্ধা আর গভীর ভালোবাসার মধ্য দিয়েই চাঁদপুর জেলাবাসী উদযাপন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মোবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে গতকাল ১৭ মার্চ শুক্রবার সকাল সোয়া ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্ব শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নেতৃত্বে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, চাঁদপুর জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরাণবাজার ডিগ্রী কলেজ, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর প্রেসক্লাব, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা শিল্পকলা একাডেমী, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, আইডিইবি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, জীবনদীপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল শ্রেণী-পেশার মানুষ শান্তিশৃঙ্খলার মধ্য দিয়ে কলেজ মাঠে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সকল শ্রেণী-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে চাঁদপুর সরকারি কলেজ মাঠ। অবস্থাদৃষ্টে মনে হয়েছে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা শহরের চাঁদপুর কলেজ মাঠে যেন মানুষের ঢল নামে।

ফুলেল শ্রদ্ধা জানানো শেষে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ গ্যালরীতে অনুষ্ঠিত হয় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন,-এ শ্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালির স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন বলেই তিনি জাতির পিতা। সকল পিতাই নিজ নিজ সন্তানের সুখ, শান্তি আর ঐশ্বর্যের জন্য অনেক ক্ষেত্রে নিজের সুখ শান্তি বিসর্জন দেন কিন্তু বঙ্গবন্ধু নিজের সুখ শান্তি বা সন্তানের সুখ শান্তির জন্য তা করেননি। তিনি বাঙালি জাতিকে পরাধীনতার হাত থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন। জীবনের বেশিরভাগ সময় কারাবরণ করেছেন। তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে বাঙালিকে বিশ্ব দরবারে পরিচিতি দিয়েছেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের জাতির পিতার আত্মজীবনী সম্পর্কে লেখা বইগুলো পড়ার আহ্বান জানিয়ে বলেন, তোমারা জাতির পিতাকে নিয়ে লেখা বইগুলো পড়লে জীবন গঠনে অনেক কিছু শিখতে পারবে। যা নিজেদের জীবন গড়ার ক্ষেত্রে তোমরা অনেক উপকৃত হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। তিনি কষ্ট করেছেন এদেশের মানুষের মুক্তির জন্যে। জাতির পিতার স্বপ্ন পূরণে সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে দেশের জন্যে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উৎসবমুখর পরিবেশে জাতি পিতার জন্মবার্ষিকীর কেক কাটেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়