শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০

শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী আহত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের দু শিক্ষক কামরুজ্জামান ও মুকবুল হোসেনের প্রহারে আহত হয়েছে দশম শ্রেণির (ক) শাখার ছাত্র তাহসিন আহমেদ (১৫)। বিষয়টি নিয়ে পরবর্তীতে উভয়ের মধ্যে মীমাংসা হয়। ঘটনাটি ঘটেছে, ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩য় তলার দশম শ্রেণির ক্লাশ রুমে ও প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদারের অফিস কক্ষের ভেতরে।

জানা গেছে, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের (আইসিটি) বিভাগের অধ্যাপক আবদুল্লাহ্ আল-শাহীনের ছেলে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী তাহসিন আহমেদ কদিন যাবৎ শারীরিক অসুস্থ থাকায় বিদ্যালয়ে ক্লাসে আসতে পারেনি।

এজন্যে সে তার অভিভাবকের মাধ্যমে চিকিৎকের কাছ থেকে অসুস্থতার মেডিকেল সাটিফিকেট নিয়ে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের শিক্ষক মুকবুল হোসেন চিকিৎসাপত্র দেখে তা না মেনে শিক্ষার্থীকে ক্লাশ রুমের ভেতরে পিটিয়ে আহত করে।

শিক্ষার্থী তাহসিন পিটুনি সইতে না পেরে শক্তি প্রয়োগ করে ছুটে যেতে চাইলে শিক্ষক মুকবুল হোসেন তাকে জোর করে ধরে প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদারের অফিস কক্ষে নিয়ে যায়। পরে তার অভিভাবককে খবর পাঠালে তার দাদা বিদ্যালয়ে এসে তাকে আহত অবস্থায় নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক মুকবুল হোসেন বলেন, শিক্ষার্থীর পিতা অধ্যাপক আবদুল্লাহ্ আল-শাহীনের সাথে তার ভাল সম্পর্ক থাকার কারণে তিনি বলেছেন তার ছেলে ঠিকমত পড়ালেখা করেনা। তাকে বিদ্যালয়ে শাসন করার জন্য। তার অনুরোধে তাকে নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য শাসন করাকালে বেত দিয়ে কটি পিটুনি দিলে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এছাড়া সে বিভিন্ন সময় আমাকে বাজে মন্তব্য লিখে ম্যাসেজ পাঠায়। এজন্যে তাকে প্রধান শিক্ষক কামরুজ্জামান স্যারের নিকট অফিস রুমে দিয়ে আমি ক্লাশে চলে আসি। সে ঠিকমত বিদ্যালয়ে না এসে বাসায় গিয়ে আমাদের সম্পকে মিথ্যা ম্যাসেজ দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার বলেন, সে শ্রেণি শিক্ষক মুকবুল হোসেনের সাথে খারাপ আচরণ করায় তাকে বেত দিয়ে কয়েকটি পিটুনি দেয়া হয়েছে। আহত হওয়ার মত তেমন পিটুনি দেয়া হয়নি। আমরা তার বাসায় গিয়ে দেখে এসেছি। বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে গেছে।

এ ব্যাপারে শিক্ষার্থী তাহসিন আহমেদের পিতা অধ্যাপক আবদুল্লাহ্ আল-শাহীন বলেন, আমি শিক্ষক মুকবুলের কাছে কোন বিচার দেইনি। ওইদিন রাতেই শিক্ষকরা আমার বাসায় এসেছেন। আমার ছেলে ওই স্কুলে পড়বে। তাছাড়া বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়