শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০

ইসলামী সাংস্কৃতিক চর্চায় ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ মার্চ) দিনব্যাপী চাঁদপুুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে চাঁদপুরের ৮ উপজেলায় ২০ গ্রুপে ৭ ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে বাছাই করে চাঁদপুর জেলার ৬০ জন বিভাগীয় পর্যায়ে ইয়েসকার্ড পেয়েছেন। বিজয়ীরা আগামী ১৯ মার্চ রোববার চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্সে বিভাগীয় পর্যায়ে অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। তিনি বলেন, ইসলাম মানবকল্যণে কাজ করতে উদ্বুদ্ধ করে। যারা মানুষকে ভালোবাসতে শিখে তারা কখনো মানুষ হত্যা করে না। ইসলামী সাংস্কৃতিক চর্চায় ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয়। যারা সাংস্কৃতিক চর্চা করে তারা কখনো খারাপ পথে পা বাড়ায় না। বঙ্গবন্ধু দেখেছেন এদেশের মানুষ ইসলামপ্রিয়। তারা পীর-আওলিয়ার দেখানো পথে চলে। তাদের ধারাবাহিকতা ঠিক রেখে এবং ইসলাম নিয়ে গবেষণা ও সঠিক ব্যাখ্যা মানুষের মাঝে তুলে ধরতে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

ইফা চাঁদপুর জেলা উপ-পরিচলক মোঃ রুহুল আমিনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মোঃ আবু হানিফ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইফার মাস্টার ট্রেইনার মোঃ সোলায়মান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ রিফাত বিন সালেহ। নাতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন মোঃ ইমদাত হোসেন। উপস্থতি ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবক ও ইফার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়