প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্র্চুয়ালি অংশ নিয়ে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় সবার মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করতে দেখা যায়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি পুত্র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ইউএনও তাসলিমুন নেছা, থানার ওসি আবদুল মান্নান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আবরার হোসেন, পিআইও মিল্টন দস্তীদার, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, ভবন নির্মাণের ঠিকাদার মোঃ আজিজুর রহমান প্রমুখ।
ফরিদগঞ্জের মসজিদ উদ্বোধন উপলক্ষে সকাল থেকে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার লোকজন গণভবন থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভার্চুয়ালি অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়ে দীর্ঘদিন পর এলাকার সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পাশাপাশি দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ছাড়াও দেশ ও মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকারের আরো সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।