শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০

আজ বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আজ ১৭ মার্চ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। আজ জাতীয় শিশু দিবস। দিবসটি ঘিরে সরকারিভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। সে আলোকে চাঁদপুরেও ব্যাপক নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।

প্রশাসনের বাইরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। জেলা আওয়ামী লীগ, সদর ও পৌর আওয়ামী লীগ এবং জেলা ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফুর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। জন্মের পর তাঁর আকিকা অনুষ্ঠানে নানা শেখ আবদুল মজিদ নাতির নাম রাখেন শেখ মুজিবুর রহমান। নাম রাখার সময় নানা ওই বাড়ির অন্যদের বলেছিলেন, আমার দেয়া এ নামটি এক সময়ে বিশ্বে আলোচিত এবং খ্যাতি লাভ করবে।

বঙ্গবন্ধুর শৈশব কেটেছিলো টুঙ্গিপাড়ায়। শিশু বয়সে বাড়ির গৃহশিক্ষকদের কাছে তাঁর লেখাপড়া শুরু। এরপর পূর্বপুরুষদের গড়ে তোলা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তাঁর স্কুলজীবন শুরু। পর্যায়ক্রমে গোপালগঞ্জের মিশনারী স্কুল ও মাদারীপুর স্কুলে লেখাপড়া করেন। বঙ্গবন্ধু খেলাধুলায়ও বেশ ভালো ছিলেন। ছাত্রজীবনে তাঁর ফুটবল খেলার প্রতি ছিলো যথেষ্ট আগ্রহ। ওই আগ্রহের সূত্র থেকে গোপালগঞ্জের ফুটবল টিমে তিনি অংশ নেন। গোপালগঞ্জের স্কুল থেকে মেট্রিক পাস শেষে কলকাতা ইসলামিয়া কলেজে তিনি ভর্তি হন। বেকার হোস্টেলে থাকার সুবাদে সে সময় বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন। জড়িয়ে যান হলওয়ে মনুমেন্ট আন্দোলনে। শুরু হয় তাঁর সংগ্রামী ও রাজনৈতিক জীবন।

জেলা প্রশাসনের কর্মসূচি : সকাল ৮টায় হাসান আলী হাইস্কুল মাঠে জমায়েত, সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের করে সরকারি কলেজ মাঠে গিয়ে সেখানে জাতির পিতার ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও পঞ্চম শ্রেণি এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। শোভাযাত্রাকে বর্ণিল ও বর্ণাঢ্য করা হবে। পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিগত দিনের অন্যান্য কর্মসূচি উদযাপিত হবে।

জেলা আওয়ামী লীগের কর্মসূচি : ১৭ মার্চ সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৭টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক কর্তৃক র‌্যালিতে অংশগ্রহণ। সকাল ৮টায় চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া ও তবররুক বিতরণ। বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও জনসাধারণের মাঝে তবররুক বিতরণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিকে সফল করার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়