শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০

রমজানকে সামনে রেখে অতিরিক্ত মুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে
বিমল চৌধুরী ॥

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। গতকাল ১৫ মার্চ বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি সকলকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজানকে সামনে রেখে অতিরিক্ত মুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। ক্রেতাসাধারণ হয়রানি হয় এমন কোনো কাজ করা যাবে না। বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের সকল সহযোগিতা অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য সরবরাহ, খাদ্যে ভেজাল না দেয়া, বাজার অস্থিতিশীল না করা, খাদ্য মজুদ না করা, ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করা, সরবরাহ স্বাভাবিক রাখা, ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখা, কোনো প্রকার অনিয়ম না করা, ক্রয়, আমদানি-রপ্তানির মেমো সরবরাহ করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, এক্ষেত্রে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে। কাউকে হয়রানি করা প্রশাসনের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য, সচেতনতা সৃষ্টি করা। যাতে কেউ রমজানকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা না করতে পারে, সে বিষয়ে প্রশাসন তীক্ষè নজরদারি রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় জনসচেতনতা সৃষ্টি ও বাজার নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা ক্যাবের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ডাঃ এসএম সহিদ উল্লাহ প্রমুখ।

বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার মোঃ কামরুজ্জামান রূপম, প্রেসক্লাবের সদস্য জিএম শাহীন, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা, পরেশ চন্দ্র মালাকার, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আখন্দ, পালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পাটওয়ারী, বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতা আক্তার হোসেন বাবুল প্রমুখ। এ সময় চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সাঁতারু মোঃ সানাউল্লাহ চাল ব্যবসায়ী সমিতি নেতা নাজমুল হোসেন পাটওয়ারী, ভূষামাল ব্যবসায়ী মানিক সাহা, লিটন রায়, অনু সাহা, বেকারী ব্যবসায়ী মোঃ নাছির আখন্দ, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নূরুল আলম লালু, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা চাল, তেল, ডাল, চিনি, দুধ, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, কলা, ফল-ফলাদিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়