শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুরের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষামন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল ১৫ মার্চ বুধবার বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। আমন্ত্রিত অতিথি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উল্লেখ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। জাতি গঠনে লেখাপড়া অপরিহার্য, তাই প্রতিটি ছাত্র-ছাত্রীকে লেখাপড়ায় আন্তরিক হতে হবে। বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে হবে। বাবা-মা, শিক্ষকম-লীর মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে।

তিনি বিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরে বলেন, এ বিদ্যালয় হতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীসহ বহু মেধাবী ছাত্রের আত্মপ্রকাশ ঘটেছে। তোমরাও তাঁদের মত মেধাসম্পন্ন ভালো ফলাফল অর্জন করে দেশ ও বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আমাদেরই সংসদ সদস্য। তিনি চাঁদপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষাক্ষেত্রেও রয়েছে তাঁর অনবদ্য অবদান। চাঁদপুরের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষামন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি।

তিনি বলেন, দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আর চাঁদপুরের উন্নয়নে আবারো ডাঃ দীপু মনিকে নির্বাচিত করতে হবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব মহব্বত হায়দার চৌধুরীর সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা নাজমে আরা। তিনি বিদ্যালয়ের মাঠ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যালয়ের ভবন রং করণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব চন্দ্র দাস, শম্ভুনাথ নন্দী ও মানছুর আহম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রসিদ খান প্রমুখ। এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নকিবুল হায়দার চৌধুরী, মাঈনুল ইসলাম চৌধুরী, রফিক আহম্মদ মিন্টু, বাহার হায়দার চৌধুরী, ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম বিপ্লব, ছাত্রনেতা হাসিবুল হাসান মুন্নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ।

বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অতিথিদের সম্মানার্থে বিভিন্ন ডিস-প্লে প্রদর্শন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়