প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০
১৪ মাার্চ মঙ্গলবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান (জুয়েল), ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মচারী ও প্রায় ২০০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।