প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০
আগামী প্রজন্মের মাঝে সমাগত চতুর্থ শিল্প বিপ্লবের তরঙ্গকে সঞ্চারিত করতে প্রমবারের মতো চাঁদপুরে জেলা প্রশাসন ভিন্ন এক উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে অলিম্পিয়াড-২০২২-এর মাধ্যমে নানা কার্যক্রম পরিচালিত হয়। তাই এর সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হবে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। জেলা প্রশাসক কমরুল হাসানের সভাপতিত্বে অন্যান্য সুধীজনও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান এডিসি (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।