শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা ॥ আহত ৩
নিজস্ব সংবাদদাতা ॥

কচুয়া উপজেলার উজানী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গত সোমবার কচুয়া উত্তর ইউনিয়নের উজানী দরগা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উজানী গ্রামের জয়নাল আবেদীন জনু মিয়ার ছেলে মোঃ শরীফকে (২৮) গ্রেফতার করে।

হামলায় আহতরা হলেন উজানী গ্রামের মৃত ক্বারী মনসুর আহমেদের ছেলে মোঃ জাকির হোসেন (৫০), মোঃ ইসমাইলের ছেলে আবু তাহের (৩৫) ও আবু ইউসুফের ছেলে মোঃ মনির হোসেন (৪৩)। তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওইদিন বিকেলে গুরুতর আহত জাকির হোসেনের স্ত্রী হানুফা বেগম বাদী হয়ে মোঃ শরীফ ও তার স্ত্রী খালেদা বেগমসহ অজ্ঞাতনামা ৩ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আহত জাকির হোসেনের স্ত্রী হানুফা বেগম জানান, আমার স্বামী জাকির হোসেন আবু তাহেরের গভীর নলকূপে সেচ কাজ করে। মাসখানেক পূর্বে উজানী গ্রামের মৃত জয়নাল আবেদীন জনু মিয়ার ছেলে মোঃ শরীফের সন্তানরা আমার স্বামীর পানি সেচের ড্রেনে দুষ্টুমি করে। এ সময় বাচ্চাদেরকে নিষেধ করলে তারা বাড়িতে গিয়ে আমার স্বামীর নামে শরিফের কাছে বিচার দেয়। শরীফ উত্তেজিত হয়ে আমার স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় আমার স্বামী জাকির হোসেনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে শরীফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি বলেন, সোমবার সকালে জাকির হোসেন কৃষকের জমিতে পানি সেচ দেয়ার জন্যে বাড়ি থেকে বের হয়ে দরগা বাড়ির রাস্তার উপর পৌঁছালে শরীফ পূর্ব শত্রুতার জের ধরে ঘর থেকে ধারালো দা নিয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা করে। এ সময় তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। শরীফ পুনরায় আমার স্বামীকে কোপানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আবু তাহের এগিয়ে আসলে সে আবু তাহেরকেও আহত করে। এ সময় তাহেরের ডাকচিৎকারে মনির হোসেন এগিয়ে আসলে শরিফ তাকেও আঘাত করে। পরে স্থানীয়রা আমার স্বামী ও অন্যান্য আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ওপর হামলাকারী শরিফ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছি। আহতদের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়