প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভা পরিচালিত পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ মার্চ সোমবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, তোমরা মনযোগ দিয়ে শিক্ষা অর্জন করো। শিক্ষা ছাড়া রাষ্ট্রের উন্নয়ন হয় না। রাষ্ট্রের উন্নয়ন নীতির উপর নির্ভর করে। বিশ বছর পূর্বের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ রয়েছে।
পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, নারী কাউন্সিলর খালেদা রহমান, আয়শা রহমান, ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এমআই মমিন খান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়শা রহমান লিলি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, মানপত্র পাঠ করেন আফরোজ নেশা নাদীয়া। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস।