প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমাস হোসেন মনা (৪০) নামে এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক পৌর এলাকার পশ্চিম বড়ালী আজিম বাড়ির মৃত মোশারফ হোসেনের পুত্র ও তিন সন্তানের জনক। শনিবার (১১ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, আলমাস হোসেন কৃষি কাজের পাশাপাশি অটোবাইক চালাতো। শনিবার দুপুরে সে অটোবাইকটি চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমাস হোসেন মনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। বিদ্যুতের স্পর্শে তার ডান হাতের দুটি আঙ্গুল পুড়ে যায়।