বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ৫০ হাজার শিক্ষার্থীর হাতে আজ নতুন বই উঠবে
প্রবীর চক্রবর্তী ও শামীম হাসান ॥

ফরিদগঞ্জের অর্ধলাখ শিক্ষার্থীর হাতে আজ নতুন বই উঠবে। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইবতেদায়ি, মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী নতুন বছরের প্রথম দিন আজ রোববার (১ জানুয়ারি) পাবে নতুন বই। তবে এ বছরও প্রতিটি ক্লাসের সকল বই পাচ্ছে না শিক্ষার্থীরা। এর মধ্যে মাদ্রাসা পর্যায়ে ৭ম শ্রেণির এবং প্রাথমিকে ৫ম শ্রেণির কোনো বই এ পর্যন্ত আসেনি। ফলে নতুন বইয়ের ঘ্রাণ নিতে বঞ্চিত হচ্ছে দুই শ্রেণির শিক্ষার্থীরা। এছাড়া প্রাথমিকে চাহিদার ৬৫ ভাগ, ইবতেদায়িতে শতভাগ, মাধ্যমিকে চাহিদার ৬১ ভাগ এবং দাখিলে ২৬ ভাগ এসেছে। এসব তথ্য গতকাল শনিবার সকাল পর্যন্ত মাধ্যমিকের এবং প্রাথমিকের তথ্য বৃহস্পতিবার পর্যন্ত।

ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জে প্রাথমিক পর্যায়ে ৬৫ ভাগ নতুন বই এসেছে। এর মধ্যে প্রথম শ্রেণির জন্যে চাহিদা ৫ হাজার সেটের মধ্যে শুধু বাংলা ও ইংরেজি বই সবগুলো এসেছে। দ্বিতীয় শ্রেণির চাহিদা ৪ হাজার ৮শ’ সেটের মধ্যে এসেছে শুধু ইংরেজি। তৃতীয় শ্রেণির চাহিদা ৪ হাজার ৫শ’ সেটের মধ্যে ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা। চতুর্থ শ্রেণির চাহিদা ৪ হাজার সেটের মধ্যে এসেছে ইংরেজি ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং পঞ্চম শ্রেণির চাহিদা ৩ হাজার ৫শ’ সেটের মধ্যে কোনো বই আসেনি।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিকে ৬১ ভাগ নতুন বই এসেছে। ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ৪,২৬,১৬৩টি। এর মধ্যে এই পর্যন্ত তারা হাতে পেয়েছেন ২৫,৮২৯২টি। যা প্রায় শতকরা ৬১ ভাগ। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণির জন্যে এসেছে ১,০৭৪৬৫টি, ৭ম শ্রেণির জন্যে এসেছে ১,০২৮৮৫টি, ৮ম শ্রেণির জন্যে এসেছে ১,০১৫৫০টি, ৯ম শ্রেণির জন্যে এসেছে ৮,৭১০টি।

দাখিলে মোট বইয়ের চাহিদা ২,৫৮,২৯২টি। এর মধ্যে বই এসেছে ৬৯,৪৬০টি। যা শতকার হারে ২৬ ভাগ। ৬ষ্ঠ শ্রেণির জন্যে এসেছে ৩২,৭৬০টি, ৭ম শ্রেণির কোনো বই আসেনি, ৮ম শ্রেণির জন্যে এসেছে ৩০,৩৮০টি, ৯ম শ্রেণির জন্যে এসেছে ৪,৮৮৫টি। মাদ্রাসার ইবতেদায়িতে মোট চাহিদার সবগুলো তথা ৯১,৮৮২টি বই এসেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায়ে ৬৫ ভাগ নতুন বই এসেছে। সকল বই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে। যে বইগুলো এখনো বাকি আছে তা আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এ মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, পহেলা জানুয়ারি রোববার আড়ম্বরপূর্ণভাবে সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব হবে। করোনার কারণে যেহেতু গত দুবছর উৎসব হয়নি, এ বছর আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করার নির্দেশ দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়