প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ডাঃ দীপু মনি ৫ম বারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক](/assets/news_photos/2022/12/25/image-27564.jpg)
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ৫ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। এছাড়া তিনি এই প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য মনোনীত হয়েছে। একইসাথে তিনি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যও পুনরায় মনোনীত হয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়। গঠিত উপ-কমিটিতে ডাঃ দীপু মনিকে উপরোক্ত দুটি কমিটিতে রাখা হয়।