শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০

নানার বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলো শিশু ওসমান
কামরুজ্জামান টুটুল ॥

নানার বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলো দুই বছরের শিশু ওসমান। শুক্রবার দুপুরে নানার বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে। সে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, দুপুরে একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায় শিশু ওসমান। শিশুটি তার মামার কোলে ছিলো। তার মা মুনা বেগম শিশুটিকে ডাক দিলে মামা কোল থেকে শিশুটিকে ঘরের সামনে রেখে কাজে চলে যান। কিছুক্ষণ পর শিশুটিকে আর খুঁজে পায়নি স্বজনরা। পরে পাশের বাড়ির এক মহিলা চৌকিদার বাড়ির পাশে একটি ডোবায় তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়।

এরপরেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়