শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০

অভিনব কায়দায় আদালত প্রাঙ্গণে এক নারীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
নিজস্ব প্রতিনিধি ॥

অভিনব কায়দায় আয়েশা আক্তার (৪২) নামের এক নারীর স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ লুটে নিয়েছে একটি চক্র। তিনি কচুয়া উপজেলার বুধু-া গ্রামের বেপারী বাড়ির দিনমজুর মোঃ অলিউল্লার (৫০) স্ত্রী। বুধবার ২৬ অক্টোবর পারিবারিক মামলা সংক্রান্ত বিষয়ে চাঁদপুর আদালত প্রাঙ্গণে যান তিনি। সকাল ৯টায় আদালতপাড়ায় গাড়ি থেকে নামার কিছুক্ষণ পর দুই প্রতারক আয়েশাকে ঘিরে ধরে। প্রতারকদের মধ্যে কেউ একজন বলে তার বাবা নাই তাকে কিছু সাহায্য করার জন্যে। এক পর্যায়ে প্রতারকের দল আয়েশার হাতে একটি প্যাকেট সদৃশ কিছু দিলে তিনি তার গলার একটি চেইন, ১ জোড়া কানের দুল (যার ওজন ১ ভরি ২ আনি), এছাড়া তার ব্যাগে থাকা দুই হাজার তিনশ’ টাকা প্রতারকদের হাতে তুলে দেন।

ঘটনা সম্পর্কে জানতে কচুয়ায় কর্মরত হিমাগারের নারী শ্রমিক তিন সন্তানের জননী ভুক্তভোগী আয়েশা বেগমের নিকট গেলে তিনি বলেন, এই স্বর্ণালঙ্কার আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকদের। আমি এখন আমার মেয়ে ও তার শ্বশুর বাড়ির লোকদের কী জবাব দিবো? এই স্বর্ণালঙ্কারের জন্যে না জানি আমার মেয়ের ঘরই ভেঙ্গে যায়। ততোক্ষণ আমার মরণ ছাড়া কোনো গতি থাকবে না!

‘পুলিশের সহযোগিতা নিয়েছেন কিনা’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থানা পুলিশ করলে কী হবে। আমি মেয়ে মানুষ, এতো কিছু বুঝি না। প্রতারকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীর পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়