প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০
![নিরপেক্ষ সরকারের জন্যে যুবদলকে যুদ্ধে থাকতে হবে](/assets/news_photos/2022/10/28/image-25144.jpg)
কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সমাবেশে জনতার ঢল প্রমাণ করে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে, বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে আসবেন। যুবদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে এয়ারপোর্টে প্রিয় নেতাকে রিসিভ করে নিয়ে আসবে। নিরপেক্ষ সরকারের জন্যে আগামীতে যতোদিন লাগে যুবদলকে যুদ্ধে থাকতে হবে। সেই সাথে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সবাই থাকবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত যুবদলের নেতা-কর্মী ঘরে ফিরে যাবে না। তিনি ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে হাজী মহসিন সড়কে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবদল আয়োজিত বিরাট যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুবদল হচ্ছে তারুণ্যের অহংকার। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও এই সরকারকে বিতাড়িত করতে হলে যুবদলকে সামনের কাতারে থাকতে হবে। আজকের সমাবেশে জনতার ঢল দেখে বুঝা যায়, আগামী দিনে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসছে। তারেক রহমান বাংলাদেশে আসবে বীরের বেশে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুবদলকে যুদ্ধের ময়দানে থাকতে হবে। সবাই হাত তুলে শপথ করেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। আমরা মাঠে থাকবো।
তিনি বলেন, আপনারা বাতাসে গন্ধ পান, আগামী দিনে কে ক্ষমতায় আসবে। অবশ্যই আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে। পুলিশের ওসিরা নাকি বিভিন্ন থানায় থানায় আমাদের নেতাদের আইডি কার্ড চায়। ঢাকা থেকে ফরম আসছে কোন পুলিশের কার্যক্রম কী রকম। আগামী দিনে এসবের বিচার হবে। পুলিশ ভাইয়েরা যতো পারেন আওয়ামী লীগকে সহযোগিতা করেন, সরকারকে সহযোগিতা করেন। জনগণ বিএনপির সাথে রয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, মতলব উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন প্রমুখ ।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ যুবদলের সাংগঠনিক বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মাওঃ আরিফুর রহমান। এর আগে যুবদলের জেলা, থানা, ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীবৃন্দ জাতীয় পতাকা, নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে নিয়ে ব্যানার ফেস্টুন বহন করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর চাঁদপুর বিএনপির শীর্ষ নেতা শেখ ফরিদ আহমেদ মানিক সমাবেশে আসবেন এমন খবরে সমাবেশে কেবল যুবদল নয়, দলীয় নেতা-কর্মীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত। নেতার বক্তব্য শোনার জন্যে সাধারণ মানুষকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।
তবে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উপস্থিত ছিল আগের মতই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিএনপির অংগ সংগঠন যুবদলের সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এ সমাবেশকে ঘিরে দুপাশের মেইন সড়কে যানজট লেগে যায়। সমাবেশ শেষে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।