প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০
আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, শিক্ষকতা হলো একটি মহৎ পেশা। কথায় আছে বাবা-মায়ের চেয়ে শিক্ষক বড়। পিতামাতারা একটি সন্তানের জন্ম দেন ঠিকই, যেখানে শিক্ষকরা সেই সন্তানের ব্যক্তিত্বকে ঢালাই করেন এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করে থাকেন। শিক্ষকরা জ্ঞান ও প্রজ্ঞার উৎস। তাঁদের থেকে ধারণা এবং চিন্তা বাড়ে। আমি নিঃস্বার্থ সেবা এবং গতিশীল সহায়তার জন্যে শিক্ষক দিবসে প্রতিটি শিক্ষককে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা সর্বদা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ২৭ অক্টোবর বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলায় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষক হলেন সমাজের বাতিঘর। মানুষ গড়ার এই কারিগররা দেশ ও জাতি গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই শিক্ষকের সম্মান সকলের উপরে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।