বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
মেহেদী হাসান ॥

কচুয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের কালোচোঁ নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হন। নিহত মোটরসাইকেল চালক রাজন সাহা (৩৮) ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক মামুন বলেন, আমি কচুয়া থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে কচুয়া অংশের কালোচোঁ নামক স্থানে দেখতে পাই, ঢাকামুখী একটি মোটরসাইকেল একটি কন্টেইনার ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালক ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার সাথে থাকা আরোহী অল্পের জন্যে প্রাণে বেঁচে যান। ট্রাক চালক দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত রাজন সাহার ভাতিজা অপু জানান, রাজন ঢাকার গুলিস্তানে একটি গার্মেন্টসে টেইলর মাস্টার ছিলেন। ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে তিনি এ সড়ক দুর্ঘটনায় পতিত হন। তার সাথে থাকা গার্মেন্টেসের অপর এক কর্মচারী সুমন আহত হন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল দুর্ঘটনার সংবাদটি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়