শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

কিরগিজে ‘ওয়ার্ল্ড রেক্টরস ফোরামে’ ড. সবুর খানের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন
প্রেস বিজ্ঞপ্তি ॥

বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের আন্তর্জাতিক ফোরাম ‘ওয়ার্ল্ড রেক্টরস ফোরাম’-এ জাতীয় পর্যায়ে উদ্ভাবনী পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান অংশগ্রহণ করেছেন। শিক্ষা ও বিজ্ঞান খাতে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কিরগিজ প্রজাতন্ত্রের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের আয়োজনে কিরগিস্তানের বিশকেকে ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুদিনব্যাপী এ সম্মেলন চলে। আয়োজনের প্রধান অতিথি হিসেবে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি স্যাডাইর জাপারোভ এবং আয়োজক হিসেবে শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী আলমাজবেক রেইশেনালেইভ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের আইসিটি ও শিক্ষা খাতের নেতৃত্ব প্রদানকারী এবং উদ্যোক্তা উন্নয়নের রূপকার ড. মোঃ সবুর খান ছাড়াও এই সম্মেলনে আলোচক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন শিক্ষানেতা এবং শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। ড. সবুর খান ‘উচ্চশিক্ষায় উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ের উপর প্রধান আলোচক হিসেবে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।

আন্তর্জাতিক পর্যায়ের অনুশীলনের মাধ্যমে বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের গতি বৃদ্ধি করতে কাজ করছে ‘ওয়ার্ল্ড রেক্টরস ফোরাম’। এছাড়া এই সম্মেলনের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ব্যবহারের উপরে আলোকপাত করা হয়। একই সাথে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়সমূহে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অফিস কর্মচারীদের প্রশিক্ষণ বিষয়ক আলোচনাও এই সভায় জায়গা করে নেয়। এছাড়া স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সমূহের সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান অনুষদসমূহের মধ্যে গবেষণা ও শিক্ষাগত মান উন্নয়নে নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক অংশগ্রহণ নিশ্চিত করবে। ‘ওয়ার্ল্ড রেক্টরস ফোরাম’-এর সদস্যদের মধ্যে সর্বোচ্চ অনুশীলনের মাধ্যমে সৃজনশীলতা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের প্লাটফর্ম প্রস্তুতেও এই ফোরাম কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়