শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ফার্মেসী ও ক্যান্টিনে ভোক্তা অধিদপ্তরের অভিযান
অনলাইন ডেস্ক

গতকাল ২৮ আগস্ট ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে সদর উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁদপুর সদরের ৫নং ঘাট ও স্ট্র্যান্ডরোড এলাকায় সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন বিষয়টি যাচাই করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় মেসার্স মান্নান বেপারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিচে দত্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এরপর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ক্যান্টিনে তদারকি করা হয়। তদারকিকালে এটি প্রতীয়মান হয় যে, উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করে নিম্নমানের খাবার এবং পরিমাণে কম দেয়া হয়। সেজন্যে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সদর হাসপাতাল ক্যান্টিনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুঁশিয়ারি করা হয়।

বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের সদস্যরা। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর-এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়