বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০

আবারো দুইশ’ ছাড়ালো মৃত্যু!
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৪ জন সহ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জনে। গতকাল শুক্রবার থাকায় নমুনা সংগ্রহ ও পরিসংখ্যান দু'টোই কম হওয়ায় শনাক্ত কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৯ জন। এতে দেশে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩০ হাজার ১৫ জনের। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ১৫ হাজার ৫৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।

১৭ জুলাই শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮২ জন, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ২০, খুলনা ৪৯, বরিশালে ৫, সিলেটে ২, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০২ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১২ জন, ২১ থেকে ৩০ বছরের ৫ জন, ১১ থেকে ২০ বছর বয়সী দুইজন। এ নিয়ে দেশে মোট মৃত্যু ১৭ হাজার ৬৬৯ জনের।

এর আগে, গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মৃত্যু হয় ২২৬ জনের। বুধবার ২১০ জন মারা যান। মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে একদিন মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

অপরদিকে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এ দুদিনে চাঁদপুর আইসোলেশন ওয়ার্ডে চারজন মারা গেছেন। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ, অপর দুজনের মধ্যে করোনার উপসর্গ ছিলো। ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪.৫৭ ভাগ। উপজেলাভিত্তিক এ সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৪৪, ফরিদগঞ্জ ৯, হাজীগঞ্জ ৮, মতলব দক্ষিণ ২, কচুয়া ১ ও হাইমচর উপজেলায় ১ জন। নতুন এ ৬৫ জনসহ মোট আক্রান্ত ৬৮৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৪০ জন, সুস্থ হয়েছেন ৫৩৮০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩৫৮ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়