বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০

অবহেলিত এক শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ

অবহেলিত এক শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ
কামরুজ্জামান টুটুল ॥

অবহেলিত এক শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে কলেজটির অবস্থান হলেও এর পড়ালেখার মানোন্নয়নে, অবকাঠামো উন্নয়ন যেন থমকে আছে। তবে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সহায়তায় একটি একাডেমিক ভবন হয়েছে, আর আসছে শিক্ষাবর্ষে আসন সংখ্যা বাড়ানোর ডিও দেয়া হয়েছে। কলেজটির সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা এগিয়ে আসলে কলেজটি হাজীগঞ্জ তথা চাঁদপুরের মধ্যে একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হতে বেশিদিন সময় লাগবে না।

সরেজমিনে কলেজটি ঘুরে দেখা যায়, কলেজে ঢুকতেই প্রধান গেটের বাইরের সড়কের দুই পাশে ময়লা আবর্জনার স্তূপসহ আমজনতার প্র¯্রাবের উন্মুক্ত স্থান। কলেজ গেটটি সৌন্দর্যহীন অবস্থায় রয়েছে। ক্যাম্পাস মাঠের দক্ষিণ পাশে লম্বালম্বিভাবে চৌচালা টিনের ঘর, যা প্রতিষ্ঠাকালীন সময় করা হয়েছে। মাঠের পূর্ব পাশে বড় একটি শহীদ মিনার নির্মাণ করা হলেও এর কাজ সমাপ্ত করা হয়নি, যা দেখতে একেবারে দৃষ্টকটু মনে হচ্ছে। উত্তর-পূর্ব পাশে দোতলা ভবনের নিচ তলায় ছাত্রীদের কমনরুম, টয়লেট আর বিজ্ঞানাগার রয়েছে। দোতলা পুরোটাই ব্যবহার হচ্ছে অধ্যক্ষ রুম, শিক্ষকদের রুম, অফিস কক্ষ আর টয়লেট হিসেবে। উপজেলার ৮টি কলেজের মধ্যে অবকাঠামোগত উন্নয়নে এই কলেজটি এখনো অনেকখানি পিছিয়ে রয়েছে।

উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হলেও ১৯৯৬ সালের পর এই প্রতিষ্ঠানে সরকারিভাবে অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি।

জানা যায়, স্থানীয়দের প্রয়োজনের তাগিদে ও উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রসারে ১৯৮৫ সালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে মকবুল আহমেদ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে ফলাফলে নিয়মিত সন্তোষজনক অবস্থান থাকলেও পরবর্তীতে ক’বছর খুব একটা ভালো থাকেনি। বর্তমান পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় কলেজটির ক্রমশ অগ্রগতি সাধিত হচ্ছে। কিন্তু সরকারিভাবে অবকাঠামোগত কোনো উন্নয়ন নেই।

১৯৯৬ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাত ধরে চারতলা ভিত বিশিষ্ট দোতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এরপর থেকে সরকারিভাবে আর কোনো বরাদ্দ না পাওয়ায় অবহেলায় রয়েছে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম।

কলেজ অফিস সূত্রে জানা যায়, কলেজটিতে বর্তমানে ৪০ জন শিক্ষক ও কর্মচারী এবং ৮ শতাধিক শিক্ষার্থী রয়েছে। তার পাশাপাশি বর্তমান শিক্ষাবর্ষে প্রায় ৩শ’ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়াধীন। এখানে হয় জেএসসি, এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষা কেন্দ্র। এছাড়াও এখানে সরকারিভাবে নিয়োগে লিখিত পরীক্ষাও হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শ্রেণিকক্ষের সংকট দেখা দিয়েছে। শ্রেণি সংকটের পাশাপাশি কলেজটিতে নেই বিজ্ঞান ভবন, আইসিটি ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

কলেজে একাডেমিক ভবন ও বিজ্ঞান ভবন নির্মাণ এবং আইসিটি ল্যাব স্থাপনের জন্য স্থানীয় ও এলাকাবাসী মাননীয় সাংসদের সু-দৃষ্টি কামনা করছেন। তা না হলে শ্রেণি সংকটের অভাবে পাঠদান ব্যাহত এবং যথাযথ শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা।

কলেজের সাবেক শিক্ষার্থী তসলিম আলম শিশির মজুমদার চাঁদপুর কণ্ঠকে জানান, হাজীগঞ্জ-শাহরাস্তির অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বলাখালের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নে সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম স্যারের সুদৃষ্টি রয়েছে। তাঁর প্রচেষ্টায় বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ, বলাখাল নূরে মদিনা আলিম মাদ্রাসা, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনোরম ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবন করা হয়েছে, যার সবক’টিতে ইতিমধ্যে ক্লাস করা হচ্ছে। ইতোমধ্যে এমপি স্যার কলেজের আসন সংখ্যা বৃদ্ধি করে দিয়েছেন এবং নতুন একাডেমিক ভবন নির্মাণের কথা বলেছেন। আশা করি খুব দ্রুততার সাথে তা হবে।

কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য পারভেজ মজুমদার নিশাত জানান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সুযোগ্য নেতৃত্বের কারণে বর্তমান পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে কলেজটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। ১৯৯৬ সালের পর এ প্রতিষ্ঠানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে আমরা আমাদের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সাথে যোগাযোগ করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বর্তমান সরকারের আমলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে ১৯৯৬ সালের পর এই প্রতিষ্ঠানে নতুন করে একাডেমিক ভবন নির্মিত না হওয়ায় তিনি সংশ্লিষ্টদের যোগাযোগ-ব্যর্থতাকে দায়ী করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়