বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০

ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় নাছির উদ্দীন আহমেদ

আসুন প্রতিহিংসা পরিহার করে দলকে শক্তিশালী করি

আসুন প্রতিহিংসা পরিহার করে দলকে শক্তিশালী করি
গোলাম মোস্তফা ॥

‘সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’ এ শ্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

গতকাল ৭ মার্চ সোমবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, আজ তা বিশ^ ঐতিহ্যে স্থান পেয়েছে। সারবিশে^র মুক্তিকামী মানুষের জন্যে এ ভাষণটি আজ অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এ স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করতে হয়েছে। সকলের অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দলের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে চলছে। তিনি দুর্নীতি ও মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই আমাদের উচিত দুর্নীতিবাজদের সঙ্গ ত্যাগ করে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আসুন একত্রিত হয়ে দলের জন্য কাজ করি, সংগঠনকে শক্তিশালী করে একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠনে পরিণত করি এবং প্রতিহিংসা পরিহার করে দলকে শক্তিশালী করি। আগামী নির্বাচনে যেনো চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে জয়ী করতে পারি এখন থেকে সকলে সকলের অবস্থান থেকে কাজ করি।

জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজীর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার সকল দিক-নির্দেশনা দিয়েছিলেন। আমরা দল করি, দলের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেনো না থাকে।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, সন্তোষ কুমার দাস, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক সদস্য অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এদিকে ৭ মার্চ উপলক্ষে ভোর ৬টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়