বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০

ঢাকা ছেড়েছেন ক্রিকেটার শামিম পাটোয়ারী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

অবশেষে ভাগ্য খুললো চাঁদপুরের শামিম পাটোয়ারীর। ভিসা জটিলতা কাটিয়ে আজ বৃহস্পতিবার ভোরে হারারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল এক দিনের ব্যবধানে (৮ ও ৯ জুলাই) ঢাকা ছাড়লেও সেই বহরের সাথে বিমানে উঠতে পারেননি রুবেল হোসেন এবং প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া চাঁদপুরের শামীম পাটোয়ারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনলাইনে ঠিকভাবে ভিসার আবেদন করা হলেও জিম্বাবুয়ে অংশে কারিগরি ত্রুটির কারণে ভিসা পেতে দেরি হচ্ছিল।

শামিম পাটোয়ারী গত ২৩ জুন বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ে দলের সাথে খেলার জন্য। গত ৯ জুলাই বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলটি জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। কিন্তু ভিসা জটিলতার কারণে ওই দলের সাথে শামিম পাটওয়ারী যেতে পারেনি। একইভাবে ওয়ানডে দলের তালিকায়ও ছিলেন পেসার রুবেল হোসেন। তাদের দুজনেরই ভিসা জটিলতার কারণে জিম্বাবুয়ে সফরটি ছিলো অনেকটা অনিশ্চিত। অবশেষে গতকাল তাদের জন্যে সুখবর আসে যে, তারা দুজনেই জিম্বাবুয়ে যাচ্ছেন। বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-২০ স্কোয়াডের সদস্যরা দু দফায় জিম্বাবুয়ে পৌঁছেছেন অনেক আগেই। এই দুই ক্রিকেটার যেনো জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পারে সেজন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা চালিয়ে গেছে। সেই চেষ্টার সফলতা আসে বুধবার দুপুরে।

জিম্বাবুয়েতে তিন সংস্করণেই ছিলেন সাকিব-সোহান, আর টি-টোয়েন্টিতে নতুন মুখ ছিলেন শামিম পাটোয়ারী। জিম্বাবুয়ের সাথে টি-২০ খেলায় বাংলাদেশ ১৬ সদ্যস্যের দলে তাকে রাখা হয়েছে। তিনি যদি জিম্বাবুয়ের মাঠে টি-২০ তে খেলার সুযোগ পান তাহলে ইলিশের বাড়ি চাঁদপুরের হয়ে জাতীয় ক্রিকেট দলের সঙ্গী হয়ে বিদেশে খেলার প্রথম ক্রিকেটার হবেন তিনি।

বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড সফরে। ওই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ছিল একই, ২০ সদস্যের। এবার জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল আলাদা হওয়ায় পরিবর্তন অনেক। নিউজিল্যান্ড সফরের দল থেকে টি-টোয়েন্টি দলে নেই মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও রুবেল। পেসার হাসান চোটের কারণে মাঠের বেশ অনেক দিন থেকেই।

দলে প্রথমবার সুযোগ পাওয়া শামীম ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন আগ্রাসী ব্যাটিং, আঁটসাঁট বোলিং ও দুর্দান্ত ফিল্ডিং দিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ^কাপজয়ী বাংলাদেশ দলের এই সদস্য চলতি ঢাকা লিগে ১০ ইনিংসে ১৮১ রান করেছেন প্রায় দেড়শ’ স্ট্রাইক রেটে। তিনি ছিলেন যুবদলের সহ-অধিনায়ক। যুব বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য শামিম পাটোয়ারী এবারের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে বেশ ভালো খেলেছেন। হাত খুলে খেলার সামর্থ্য আছে পুরোপুরি। বিগ হিট নিতে পারেন অবলীলায়। সঙ্গে তুখোড় ফিল্ডারও ।

আগামী ২৩ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের সবকটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। পরের দুটি হবে ২৫ ও ২৭ জুলাই। জাতীয় ক্রিকেট দলের টি-২০ তে সুযোগ পাওয়া শামিম পাটওয়ারীর ক্রিকেটের হাতেখড়ি হয় চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমীতে। তার ক্রিকেটের প্রথম কোচ চাঁদপুরের ক্রিকেটের কর্ণধার ও জেলার প্রধান ক্রিকেট কোচ সৈয়দ শামিম ফারুকী।

গতকাল রাতে চাঁদপুর কণ্ঠের এ প্রতিবেদক শামিম ফারুকীর সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি নিশ্চিত করেন যে, ওর (শামিমের) সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সেসহ রুবেল জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল : টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটওয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়