বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

দেশের সকল আন্দোলন-সংগ্রামে অধিকার আদায়ে নারীদের সক্রিয় ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে

দেশের সকল আন্দোলন-সংগ্রামে অধিকার আদায়ে নারীদের সক্রিয় ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে
গোলাম মোস্তফা ॥

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়।

গতকাল ২৭ ফেব্রুয়ারি রোববার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অধিকার আদায়ের আন্দোলনে দেশের নারী সমাজের সক্রিয় ভূমিকাই শুধু নয়, অনেক অবদান রয়েছে। নারীদের ইজ্জত ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের অনেক অর্জন। এদেশের সকল অর্জনে নারীদের ত্যাগ কোনো অংশেই কমতি ছিলো না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। তেমনি নারী সমাজকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা পালন করছেন। দেশের ও সমাজের সকল ক্ষেত্রে আজ নারীরা নেতৃত্ব দিচ্ছেন। তাই নারী সমাজের প্রতি আমার আহ্বান থাকবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসূদা নূর খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর খালেদা খানম, হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী ফেরদৌসি আক্তার ও বাগাদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল বেগম। উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম আখন্দ।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন-সংগ্রামে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি। পরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের কর্মসূচির শুরুতে দলীয়, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়াও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য, ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়