প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন নূরুল আমিন রুহুল এমপি। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নূরুল আমিন রুহুল।
এ সময় তিনি বলেন, জীবনের সকল ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণের বিকল্প আর কিছু নেই। কাজেই প্রশিক্ষণকে গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল, মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল, ইউআরসির ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।