বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আজ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচের ২৫ বছর উদ্যাপন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আজ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচ পঁচিশ বছর উদ্যাপন করবে। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে রয়েছে : সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উন্মুক্তকরণ ও বেলুন উড্ডয়ন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শহীদ মিনারে ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকাল ১০টায় প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত শিক্ষকদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ’৯৭ ব্যাচের প্রয়াত বন্ধু মাহবুবুর রহমান রাসেল ও রিয়াজুল ইসলামের স্মরণে শোক প্রস্তাব, সম্মাননা স্মারক প্রদান ও আমন্ত্রিত শিক্ষকদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। এছাড়া এসএসসি ’৯৭ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি শিক্ষকদের স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপিত হবে।

বিকেলের অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি বৈদেশিক বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হবে।

এর পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দিবসের সমাপ্তি হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানটি চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজ থেকে সকাল ৯টায় এবং বিকেল ৩টায় লাইভ (সরাসরি প্রচার) হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়