মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০

সংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব
ড. মোঃ আবুল হোসেন

চাঁদপুরের মতলব দক্ষিণে সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ১০ জানুয়ারি বেলা ১১টায় অতিথি হিসেবে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কৃষিবিদ ড. মোঃ আবুল হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ ড. মোঃ আবুল হোসেন বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। সংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। মফস্বল পর্যায়ে একটি পত্রিকা ১১ বছর পেরিয়ে একযুগে পদার্পণ করেছে-এটি একটি মাইলফলক। মতলবের জনপদ পত্রিকাটি আমি নিয়মিত পড়ি। দেখেছি, বেশিরভাগ সংবাদে সমাজের অসহায় মানুষের কথা তুলে ধরা হয় এবং সরকারি-বেসরকারি সংবাদগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়। তিনি আরো বলেন, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে আমাদের মতলব এগিয়ে রয়েছে। এই এগিয়ে থাকার পেছনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতলবের অনেক সংবাদ পাচ্ছি। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পত্রিকার ধারাবাহিকতা বজায় রাখবেন। মতলবের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। আমি পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি এ পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছি ও পত্রিকার সকল কার্যক্রমে আমাদের সর্বাত্মক সহযোগিতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাস অক্লান্ত পরিশ্রম করে ধারাবাহিকভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশ করে আসছেন। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, জেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধান, উপজেলা আওয়ামী লীগের নেতা এমএ আজিজ বাবুল, মোঃ জহির সরকার, পারভেজ চৌধুরী হানিফ, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন সরকার লিখন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, লোকমান হোসেন বাবুল মিয়াজী, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন সরকার, লিয়াকত হোসেন, মাহফুজ সরকার, মোঃ হারুনুর রশিদ, পত্রিকার স্টাফ রিপোর্টার আশিষ সরকার ও উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দীন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম হায়দার মোল্লা। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকার জন্মদিন পালন করা হয়। পরে পত্রিকার চাঁদপুরস্থ অফিসে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ দলিলুর রহমান ভূঁইয়া, পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সোহেল আহম্মেদ খান, পত্রিকার শহর প্রতিনিধি শ্যামল ভট্টাচার্য, মোঃ মাইনুদ্দিন, মিলন প্রধান, সজিব সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়