প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ১২ জানুয়ারি বুধবার স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে সমাবেশ সফল করার জন্যে চাঁদপুর জেলা বিএনপির অধীনস্থ সকল সাংগঠনিক ইউনিটসমূহ ধারাবাহিক প্রস্তুতি সভা ও সমন্বয় সভা করে যাচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১২ জানুয়ারি বুধবার বিকেলে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠকে গণসমাবেশের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এই গণসমাবেশ সফল করার জন্য আমরা প্রস্তুত।
তিনি বলেন, চাঁদপুরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সহাবস্থানের রাজনীতির পরিবেশ বজায় রয়েছে। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ।