মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ধর্ষণের ঘটনায় ৩ জন আটক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ নারীসহ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২)। এর মধ্যে থানা পুলিশ রোববার রাতে লিপি বেগমকে এবং ইজাজ ও সাব্বিরকে সোমবার সকালে আটক করে। এছাড়া ঘটনার শিকার শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার চাঁদপুরে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজি এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে রোববার এক স্কুল শিক্ষার্থী বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুলসহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোনো রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, মামলা গ্রহণ করে আমরা তিনজনকে আটক করেছি। প্রধান অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়