প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনা ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ৯ জানুুয়ারি রোববার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি। সর্বশেষ ১০ম শ্রেণির ওই শিক্ষার্থী নিকটবর্তী স্কুল থেকে ৯ জানুয়ারি রোববার বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুলসহ কজন বখাটে তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোনো রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।