প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০
আজ ১০ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ তাফাজ্জল হায়দার (নসু) চৌধুরীর ষষ্ঠদশ মৃত্যুবার্ষিকী। হাজীগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট এই রাজনীতিবিদ ২০০৫ সালের এইদিনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া দুঃস্থ-অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, মরহুম তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর স্ত্রী হচ্ছেন চাঁদপুরের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। তাঁর কনিষ্ঠ পুত্র হচ্ছেন ডাঃ তানভীর হায়দার চৌধুরী।