প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড এলাকার বিল থেকে গরুসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য ইব্রাহিমকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জানা যায়, গতকাল ৭ জানুয়ারি শুক্রবার দুপুরে চাঁদপুর পৌর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের বিল থেকে চোরাই গরুসহ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা এলাকার ইব্রাহিম জমাদার (৪৫), পিতা-আঃ আউয়াল জমাদার নামে এক চোরকে আটক করে স্থানীয় জনগণ। আটকের পর স্থানীয় জনগণ চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে চোর আটকের বিষয় অবহিত করে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নির্দেশে এসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে গরু উদ্ধারসহ চোর ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটক ইব্রাহিম জমাদার পুলিশকে জানায়, চাঁদপুর শহরের তালতলা এলাকার ইকবাল পাটোয়ারী চুরি হওয়া গরুটি নিয়ে সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের গাছতলা এলাকায় নিয়ে রেখেছে। আমি তার পূর্ব পরিচিত এবং বিভিন্ন সময়ে তার কাজ করলে টাকা পাই। তাই ইকবাল পাটোয়ারীর কথামতো সেখান থেকে গরুটি বাসস্ট্যান্ডের বিলে নিয়ে আসি।
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, গত সপ্তাহে স্থানীয় মাঝি বাড়ির আব্দুর রাজ্জাক মাঝির দুটি গরু একই বিলে ঘাস খাওয়ার সময় কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ চুরি সংক্রান্ত বিষয় তিনি শহরে মাইকিং করে সকলের সহযোগিতা চান।
এদিকে গতকাল এই গরুটি নিয়ে চোর চক্রের সদস্য ইব্রাহিম বিলে নামলে তার আচরণে ও কথাবার্তায় সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয় লোকজন। এরপর তার কথা অনুযায়ী ইকবাল পাটোয়ারীকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা চাপ প্রয়োগ করলে গরুটি ফেরত দেয়। পরক্ষণে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইকবাল পাটোয়ারী তাৎক্ষণিক পালিয়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, একই বিলে গরু ঘাস খাওয়ার সময় বেশ কয়েক দিন ৫/৬টি গরু চুরি হয়। তন্মধ্যে এলাকার বাবুল ছৈয়াল ও ওমর ফারুকের ১টি করে ২টি, আঃ রাজ্জাক মাঝির ২টিসহ মোট ৪টি গরু চুরির কথা সকলের জানা। এছাড়াও আরো ২টি গরু চুরি হয়। সবগুলো গরু এই চোরচক্রের হোতারা চুরি করে নিয়েছে। স্থানীয় জনগণের দাবি, আন্তঃজেলা চোর চক্রের প্রধান ইকবাল পাটোয়ারীকে আটক করা হলে সকল গরু চুরির বিষয় উদ্ঘাটন করা সম্ভব হবে। তাদের ধরলেই চুরি হওয়া গরুগুলো উদ্ধার করা সম্ভব হবে।
চাঁদপুরে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু গরু চুরি হওয়ার ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হলেও চুরি হওয়ার গরু উদ্ধার করা সম্ভব হয়নি।