প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার পর কেক কাটার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখতে হবে। কেউ যেন ছাত্রলীগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে না পারে সেদিকে নজর রাখতে হবে। না হলে জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। জাতির পিতার প্রতি তোমাদের যে শ্রদ্ধা-ভালোবাসা রয়েছে সেটুকু অক্ষুণœ রাখতে তোমরা কখনো ভোটের রাজনীতির হাতিয়ার হিসেবে কাজ করবে না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ ইমরান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জেডএম আনোয়ার, আঃ মান্নান বেপারী, মোস্তফা কামাল চৌধুরী, এফ কাদের বাবু, হেলাল উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান ভূঁইয়া, ইমাম পাটোয়ারী, মাহফুজুল কবীর, মনির হোসেন, আবদুল্লাহ আল মামুন, তোফায়েল হোসেন তপু প্রমুখ।